.           # 'কবিগুরু স্মরণে-২০২৩' #
                        (কবিতা)


অতি অতি সামান্য জ্ঞানে...এ ধৃষ্টতা আমার
জন্মদিনে কবিগুরু কে নিয়ে প্রয়াস, লেখার।


কিন্তু, লেখনী যে থাকতে চায় না হয়ে অচল !!
আনন্দে নেচে নেচে বলে চলে, "চল-চল-চল"।


পূর্ণ প্রতিভা তাঁর... নয় আমার জ্ঞানের অধীন
তাই বিশেষ ভাবে কিছু বলা, হবে না সমীচীন।


সাধারনের জানার বাইরে তাঁর জ্ঞানের বিশালতা
ভাবি... 'ছায়াপথ' পেতে পারে তুলনার যোগ্যতা।


তাঁর ছত্র-ছায়ায় বিখ্যাত হয়েছেন বহু বহু কবি
বিশ্বকবি সমাদরে সবাইকে দিয়েছেন মান্যতা,
সামাজিক-মানসিক-কাব্যিক ভাবে ভিন্ন মেরুর-
কবি নজরুল-কে বুকে টেনে, দেখালেন উদারতা।


সাহিত্যিক-সুরকার-গায়ক-নাট্যকার-অভিনেতা-
হিসেবে, গুরুদেব কে আমরা প্রায় সবাই মানি,
কিন্তু শেষ জীবনে, বিশ্বখ্যাত চিত্রকর পরিচয়ে
রবিঠাকুর সম্বন্ধে, কতটুকুই-বা আমরা জানি !!
জ্ঞানীরা বলেন, শুধু ছবি আঁকলেও হতেন মানী।


হলেন ঋষি-তূল্য, ছেড়ে 'ঠাকুর-বাড়ি'-র স্বাচ্ছন্দ্য
শান্তিনিকেতন গড়ে গড়লেন মানুষ, মানুষের জন্য।


বিশ্ববিখ্যাত তাঁর প্রতিষ্ঠান বিশ্বভারতী...অধোগামী
জন্মদিনে তাঁর সামনে দাঁড়াব সব, কোন মুখে শুনি ?


১৬৩-তম জন্মদিনে, তাঁকে সবে জানাই বিনম্র শ্রদ্ধা
নিজ গুণে ক্ষমা কর হে প্রভু, অধমদের অবাধ্যতা।


*****************************
সুব্রত ভৌমিক  ০৯০৫২০২৩  কোলকাতা-৭৫
(২৫শে বৈশাখ)...রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।
*****************************