# 'খোলামেলা' #
    (কবিতা)


আমি মাঝে মাঝে গলাখুলে গান গাই
পরিবার আর বনের পাখিদের সাথে
বারান্দায় বসে সকালে চা-বিস্কুট খাই।


বিস্কুট নিয়ে কাক শালিকের ছোটাছুটি
দেখতে দেখতে কেটে যায় সময় দ্রুত
তারপর সুরু হয় রোজকার কাজের হুটাপুটি।


ছোট্টো...আমাদের দোতালা পাকা বাসা
দক্ষিণে বড় ঝিল, উত্তরে বড় ক্রীড়াঙ্গন
পাশাপাশি সব ছোট দক্ষিণ মুখী বাড়ি,
আছে কিছু গাছপালা আর বন্ধু সজ্জন।
আছে.....
ভোরে মন্দিরে পূজাপাঠ ও  ঘন্টার আওয়াজ
পাখির মধুর কলতান ও ঝিলের চঞ্চল মাছ।
দেখি.....
ঝিলে পানকৌড়ির স্নান, বকের তপস্যা
মাছরাঙা ও হরেক রংএর পাখি...খাসা !!


খোলামেলা,শান্ত, নির্মল বাসার পরিবেশ
তাই অবসর জীবনে একটু কম অবসাদ,
কাজের ফাঁকে লিখি, গাই  যতটুকু পারি...
সবই তাঁর আর গুরুজনের আশীর্বাদ।
*******************************
সুব্রত ভৌমিক ১৬০৭২০২১ ১৯১২২০২১ কোল-৭৫
*******************************