.        # 'বেশি দিনের কথা নয়' #    
                       (কবিতা)
      
.            বেশি দিনের কথা নয়
বাঙালি বলে বংলায় একটা জাত ছিল
ভাষা ছিল মধুর, মুখে থাকত না বিরক্তি
প্রতি কথায় থাকত না স্মার্ট ইংরেজি শব্দ
বহু বিবর্তনে, মধুর বাংলা ভাষার উৎপত্তি।


          খুব বেশি দিনের কথা নয়
জনে-জনে, বাড়ি-বাড়ি, পাড়ায়-পাড়ায়
ছিল তখন বাংলায়, কত না মধুর সম্পর্ক!
সবাই ছিল যেন একই পরিবারের সদস্য
লোভে বাতাবরণ হয়ে গেল, হঠাৎ ধ্বংস।


       বেশি দিনের কথা নয় গো দাদা
রোমাঞ্চকর শৌর্য্যে, বর্বর ইংরেজ হানাদারকে-
দেশ ছাড়া করেছিলেন তাঁরা, সঁপে নিজেরে!
অমর সে কীর্তি লেখা থাকছে কৈ সব অন্তরে?


        এই তো পাঁচ-সাত দশক আগেও...
বাংলার আকাশে জ্বলত শত শত উজ্জ্বল তারা
কবি-সাহিত্যিক-শিক্ষক-বিজ্ঞানী-মহাপুরুষেরা,
তাঁদের নিয়ে ছিল কত উন্মাদনা আশা ভালবাসা।


বাঙ্গালী এখন বঙ্গ সংস্কৃতি থেকে প্রায় বিচ্যুত
প্রবাসী বাঙ্গালী বোঝে তার সংস্কৃতির মূল্য কত।    
বিদেশে যখন পায়না কিছুতেই প্রাণের স্পর্শ
তখন ভাবে, কতই না মধুর বাংলার আদর্শ।


একবিংশ শতাব্দী মেধা হীন! প্রায় শুষ্ক অঙ্গন?
আসলে মানুষ কেনাকাটায় সদা অতিশয় ব্যস্ত
এই 'সপিং-যুগে'...সৃষ্টিতে করো মন নেই এখন।
*****************************
সুব্রত ভৌমিক  ০৯-০৪-২০২৩  কোলকাতা-৭৫
*****************************