# "কি বিচিত্র এই দেশ" #
     (কবিতা)
        
বড় বিচিত্র !!
বড় বিচিত্র​ আমাদের এই ভারতবর্ষে
সাত দশক ধরে, সৎ লোকের বেশে
সাঙ্গপাঙ্গ নিয়ে
কিছু অসাধু নেতা আছেন, রসেবসে !!


ভাবতেই কষ্ট হয়...এই স্বাধীন দেশে
সর্বস্তরে অনাদৃত প্রায় সব খাঁটি লোক !!
বিচিত্র দেশবাসী !! নীরবে সহ্য করে সব।


নেতার "ইস্তেহার"-এর বন্যায় বুক বেঁধে
ভোটের আগে আশায় থাকে জনতা
কল্পনায়, রঙ্গিন স্বপ্ন বোনে জীবনের,
পরে বোঝে !! যাবেনা তার  দৈন্যদশা।


সম্প্রতি যোগ হয়েছে অতিমারি...
অতি-ছোঁয়াচে মারণ রোগ 'করোনা',
ভোট-প্রচারে চলছে লক্ষ লোকের মিটিং
বিচিত্র সব নেতা !! আগে চাই "গদি"
দশের 'মরণ-বাঁচন' !! কোন ব্যপারই না।


অর্ধভুক্ত দেশে আয় বাড়াতে সরকার
বাড়িয়ে চলেছেন মদের দোকান...
'লকডাউন' সামান্য শিথিল হতে মূহুর্তে
বিক্রি হল, কোটি কোটি টাকার 'সামান' !!


সত্যিই কি বিচিত্র আমাদের এই দেশ !!
যুগে যুগে ধরে এভাবেই চলছে-চলবে বিচিত্র এই মানসিকতার, হবে না শেষ।


এখনো প্রাসঙ্গিক সেই প্রাচীন উক্তি....
"সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ"!!
*********************************
সুব্রত ভৌমিক  ৩০১০২০২১  কোল-৭৫
**********************************