# 'কুর্নিশ' #
   (কবিতা)


ইংরেজি কুড়ি-বাইশ সাল...
আজ এপ্রিলের পঁচিশ তারিখ...বিশেষ দিন
গতকালের খবর পেলাম আজ সংবাদপত্রে...
শ্রাদ্ধ করল মুসলিম !! মৃত হিন্দু বন্ধুর হিন্দুমতে !!


ভীষণ ভাবে চমকে উঠলাম খবরের জেরে...
গোগ্রাসে  গিললাম প্রতিবেদনটা দু'দু'বার !!
আনন্দে, কৃতজ্ঞতায় ভরল মন, কন্ঠ হল রুদ্ধ
ভাবলাম, যদি এমন সুন্দর হত এই বিশ্ব সংসার !!


এই না ভেবে ওমনি -
কল্পচোখে দেখে নিলাম কিছূক্ষন বিশ্বটাকে,
ধর্মের দাপাদাপি কোথাও পড়ল না চোখে...
মানুষ আছে স্ব-স্ব-ধর্মে মহাসুখে, হিংসা ভুলে
প্রাণীরা আছে বিন্দাস !! সমান অধিকারে।


চেতনা ফিরল টিভি-র "ব্রেকিং" সংবাদে...
বিশ্বযুদ্ধ আসন্ন !! রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে।
কেন এত হিংসা, স্বার্থপরতা, দু'দন্ডের জীবনে?
হিন্দুর ওই বিধর্মী বন্ধুর মত...সব ধর্ম নির্বিশেষে
ধর্মের গোঁড়ামি ভুলে -
থাকুক না সবাই বন্ধু হয়ে !! মিলেমিশে শান্তিতে।
********************************
সুব্রত ভৌমিক  ২৫-০৪-২০২২  কোলকাতা-৭৫
********************************