লুকোচুরি'
(কবিতা)


জীবনের শেষ বেলায়...
সাগরবেলায় একা একা দাঁড়িয়ে মনে হয়
পুরানো সে সব দিনে-রাতে
খেলার সাথী ছিলেম আমি তাঁরই
সাগর-লহরী-সম...
সুখে মাথা উঁচু করা, দুঃখে তলিয়ে লুকোচুরি !!


জীবন-সাগরে অকাতর সংগ্ৰামে    
সযত্নে বাঁচিয়ে চলেছি পরিজন, পরিবার
এখন পাড়ের কাছাকাছি... ক্লান্ত আমি
অচিরেই জীবন-সাগরপাড়ে হবে সংহার !!


কোথায় চলেছি, কোন অজানায় একা ?
কেন অবিরাম, অস্থায়ী এই আসা-যাওয়া ?
কেন জন্ম-মৃত্যুর এত উল্লাস এত বেদনা ?
প্রাণীর অবিরাম জীবন-মরন-স্রোতে--
পৃথিবীর কোন মলিনতা মেটাতে চান স্রষ্টা ?


প্রায় কেউই আমরা এর উত্তর জানিনা...
হয়তোঃ, লোভ-লালসা-অহংকারের ফাঁদে--
আমরা তাঁর যোগ্য প্রতিনিধি হতে পারিনা !!
বারে বারে জন্মেও ফিরে ফিরে যাই বিফলে...
অকৃতকার্য হয়ে। 
*******************************************
সুব্রত ভৌমিক ০৬০১২০২০  ১৮১১২০২১ কোল-75
**********************************************