. #'মহানায়ক উত্তমকুমার স্মরণ'#
                  (কবিতা)


রহস্যঘেরা, সূর্যের অন্য নাম অরুণ
'রকেট' গেছে জানতে তার পরিচয়,
উত্তম কুমারের পৈতৃক নামও তাই
তিরোধানের পর, চার যুগ কেটেছে
তবু উন্মাদনা অমলিন আমজনতায়।


তাঁর রোমান্টিকতায় এখনও আছন্ন-
মা-মেয়ে-নাতি-নাতনী...পর প্রজন্ম
তাঁর হাসিতে, কেউ থাকে না বিষন্ন
তিনি ছিলেন...
যেন কারো ছেলে বা বড়দা বা ভাই
কারো মনমতো স্বামী বা বন্ধু সদাই।


স্বাধীনতা উত্তর, বিধ্বস্ত এ বাংলায়
ফিরে এসেছিলো প্রেমের বাতাবরণ
তাঁর অতি সুক্ষ্ম অভিনয় ও দক্ষতায়
পেরেছিলেন করতে, সবার মনজয়।


শুরুতে ব্যর্থতা থেকে নিয়েছেন শিক্ষা
দীর্ঘ কঠোর সংগ্রামে, এসেছে সাফল্য
সব তুচ্ছ-তাচ্ছিল্য সয়েছেন হাসিমুখে
সর্বত্র আদৃত ছিল...চারিত্রিক সারল্য।


প্রায় সব বাঙালীর -
হৃদয়ে ঠাঁই পেয়ে, পেয়েছেন অমরত্ব
আর একটা উত্তমকুমার, জন্মাবে না
আটানব্বুই-তম জন্মদিনে রইল শ্রদ্ধার্ঘ।


****************************
সুব্রত ভৌমিক  ০৩০৯২০২৩  কোল-৭০০০৭৫