********************************
'মাতৃদিবস'
(কবিতা)


আজকে নাকি  মাতৃ-দিবস?
মানে, মা কে মনে করার দিন !!
আমি অবাক হয়ে ভাবি
আমার তো, সে দিন প্রতিদিন !!
এমন কোন দিন যায় না
মাকে আমি স্মরণ করি না।
তবে কেন এর প্রয়োজন?


নিজেকে দিয়ে বিচার ছেড়ে--
আশপাশে ঘুরে করি একটু পরিশ্রম,
দেখি !! গজিয়ে উঠেছে রাতারাতি--
আশেপাশে খান দুয়েক, পেল্লাই বৃদ্ধাশ্রম !!


জানলার গরাদে ঘোলাটে চোখে
মা দেখি চেয়ে আছেন পথপানে,
মাতৃদিবসে.....
হয়তো কোন পাষন্ডের অপেক্ষায়,
দশমাস পেটে ধরে, জন্মদিয়ে যাকে
বড় করেছিলেন অসীম মমতায়।


এ কোন আধুনিক সভ্য দুনিয়া !!
যেখানে জন্মদাত্রী মা--
অপাংক্তেয়, অসহায় বৃদ্ধাবস্থায় !!
চাই না চাই না এ জঘন্য​ সমাজ,
ফিরে যাক সব পরিবার আবার
আদ্যিকালের সেই, যৌথ ব্যবস্থায়।
*********************************
সুব্রত ভৌমিক ০৯০৫০২০২১ কোল-৭৫
মাতৃদিবস।
*********************************