.      # 'মিলন মেলা-২০২৪' #
                     (ছড়া)
সকালে বাড়ি থেকে দু'পা হেঁটে
পৌঁছালাম সটান, 'জিটি স্পটে'।
মাস ভর 'কাউন্ট ডাউন' হল শেষ
সারাদিন হৈ হৈ করে কাটল বেশ।


সবার প্রথমে 'ভেনু'-তে যে পৌঁছালো
সেই কারণে, একটা প্রাইজও পেল।
তাই হোল ! যা হয় থাকলে খুব কাছে
হেলে দুলে পৌঁছালাম...সবার শেষে।
খাওয়া তখন! চলছে জোর কদমে -
দিয়ে সুন্দর সান্ডউইচ-কেক প্রথমে।
নিয়ে বসে সবাই গরম গরম চা, কফি
স্মৃতি চারণায়, সবার মুখেই হাসি।


মঞ্চানুষ্ঠান শেষে ছিল লোভনীয় লাঞ্চ
স্টার্টারে ছিল 'হট' ফ্রাই !! সুপার পাঞ্চ।
মনে রেখে, পৌষ-সংক্রান্তি-পিঠের কথা
ভোজন সমাপ্ত হল, দিয়ে পাটিসাপটা।


মিলন মেলা হলো সারা, আবৃত্তি-সুরে
ছ'মাস পরে আবার হবে কলেজ চত্তরে।
এত আনন্দের মাঝেও....
বিচ্ছেদে বিমর্ষ সবাই, নূতন ২০২৪ সালে
কয়েক বন্ধু ছেড়েছে ধরার মায়া! হালে।


গতকাল ছিল 'বেকা৭০'-র  মিলন মেলা
১৪ই জানুয়ারি-তে, বড় ক্লাবে সারা বেলা।
****************************
সুব্রত ভৌমিক  ১৫-০১-২০২৪ কোল-৭৫
''বেকা৭০'-র.... ১৯৭০ সালে বিই কলেজ পাশ      
                           করা ছেলে-মেয়েদের গ্রুপ।
'ভেনু'..... ইস্টার্ন মেট্রোপলিটান ক্লাব, সন্তোষপুর।
*****************************