# 'মনে মনে মানি' #
       (ছড়া)


উপরওআলা...ঈশ্বর-আল্লা-যীশু,
সবাই খুব সরল, মনে যেন শিশু।


যদি না থাকে মনে কোন কাদা
জীবন হয় সরল...সিধে-সাদা।


ভালই জানে সবাই, লোভে হয় নাশ
তবু জীবনে কমে না, এতটুকু আশ !!


ত্যাগের পথ প্রায় ভুলেছে মানুষজন
তীব্র কামনা বাসনায় জ্বলছে জীবন !!


বিশ্বমানবতা বোধের অস্তিত্ব প্রায় নেই
বিশ্বজুড়ে আত্মকেন্দ্রিকতা, শিখরে তাই।


নিজের কবর মানুষ নিজেই আজ খুঁড়ছে
নগরায়ন ও যুদ্ধে...প্রকৃতির খুব ক্ষতি হচ্ছে।


একদিন প্রকৃতিই মানুষকে চির বিদায় দেবে
যেমন অনেক প্রাণীকে পৃথিবী ছাড়া করেছে।


আজ "বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে"
এ কোন সকাল !! মানবতা কেন মৃত্যু ফাঁদে ??


পৃথিবী এক অতিথিশালা...ফিরবে সবাই নাঙ্গা,
যাবেনা সঙ্গে কিছুই !! তবু মিছে কেন এত দাঙ্গা ??


সুস্থ হয়ে বাঁচার উপায় বিশ্বজুড়ে, মনেহয় একটাই
বিবাদ-বিদ্বেষ ভুলে শান্তিতে থাকা, হয়ে ভাই ভাই।
******************************************
সুব্রত ভৌমিক  ১৮০৪২০২২  কোলকাতা-৭৫
********************************************