.         # 'নববর্ষ-১৪৩১' #
              (কবিতা)


আজ আছে, কালকে যাবেই চলে
কাল যে আসছে, সেও ক্ষনস্থায়ী !
তবুও মনে হয়, যেন রবে চিরদিন -
সঙ্গী-সাথী হয়ে সর্বদা, পাশাপাশি।


নদীর মত বয়ে চলে, সময় প্রবাহ
ভাসে তাতে মানুষ খরকুটোর মত!
বরাত জোরে কেউ পায় অবলম্বন
অভাগাদের তলিয়ে যাওয়া চিরন্তন।


সব হিসেব সবার মেলেনা কোনদিন
তবুও নুতন 'আশায় বুক বাঁধে চাষা'
কাল, পরের বছরের প্রথম দিন বঙ্গে
স্বাগত জানাই, নিয়ে অনেক আশা।


*************************
সুব্রত ভৌমিক  ১৩-০৪-২০২৪  কোল-৭৫
*************************