.         'নারী দিবস-২০২৩'
                 (কবিতা)


জানি, নরের অর্ধেক হল তারই নারী
তাঁর অর্ধনারীশ্বর মূর্তি, আমরাই গড়ি।


কবি নজরুলের কবিতায় আমরা পড়ি
অর্ধেক গড়েছে নর, বকিটা তার নারী।


নারীর, নাড়ির সাথে যোগ সব প্রানের
থেকে যায় টান আমরণ, সব জীবের।


অনেক জাতিতে নারী এখনো বিবর্জিতা
সেই সব মায়েদের সাথে রইল সহমর্মিতা।


সর্বক্ষেত্রে আজকের নারী সমপারদর্শী
অবলা নেই সে আর ! এটাই আসল ছবি।


নারী দিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধা
পুরুষেরা যেন তাদের উপর রাখেন ভরসা।


************************
সুব্রত ভৌমিক ০৮-০২-২০২৩  কোল-৭৫
************************