.             # 'নেতাজী স্মরণে-২০২৩' #
                       (কবিতা)


আজ, শুভ জন্মদিন নেতাজী সুভাষ চন্দ্র বোসের
এক মহামানবের আবির্ভাব দিবস, ভারতবর্ষের।


সবই সবার জানা, তবুও স্মৃতিচারণা আজ তাঁকেই ঘিরে
ছোট্ট পরিসরে তাঁকে পূর্ণাঙ্গে ধরা! ক্ষমতার বাইরে।


সে কালে, ধনী বংশে জন্মেও ছেড়ে ছিলেন ঐশ্বর্য্য
ছিল শুধু স্বপ্ন ! কি করে স্বাধীন করবেন ভারতবর্ষ।


দুদু'টো বহিষ্কার ! তীব্রতর করেছিল তাঁর আকাঙ্খাকে
প্রথমটি কলেজ থেকে, অন্যটি কংগ্রেস পার্টি থেকে।


সীমাহীন ঘৃণা জন্মেছিল মনে, ইংরেজদের বিরুদ্ধে
সিভিল সার্ভিসের দুর্দান্ত চাকরি ছেড়ে দেন ! ঘৃণাভরে।


ইংরেজ-অধীন স্বয়াত্ব শাসনে, ছিল না  তাঁর সম্মতি
এই মতান্তরে পাল্টে ছিল, তাঁর জীবনের গতি-প্রকৃতি।


ভিন্ন দল গঠন করলে, সম্বন্ধ ছিন্ন করে কংগ্রেস পার্টি
দেশ স্বাধীনতার সংকল্পে, কৌশলে ছাড়েন ভিটেমাটি।


শত্রুর শত্রুকে মিত্র করে, বিদেশে গড়েন বাহিনী ফৌজি !
প্রিয় নেতাকে সৈন্যরা সম্বোধন করতেন, বলে 'নেতাজী'।


ইংরেজদের সব অন্যায় আচরণের  করেছেন প্রতিবাদ
দিয়েছেন প্রথম তিনিই, আংশিক স্বাধীন ভারতের স্বাদ।


অসহায় অবস্থায়, ব্রিটিশ আর্মির কাছে পরাজয় হয় তাঁর,
কিন্তু, বিশ্বে নেতাজীর পরাক্রমের কথা রটে জোরদার!


ঐ সময়, জাপানের ধ্বংসকে করা হয়েছিল ত্বরান্বিত,
নেতাজির...আবার বিদ্রোহের আশাও হয় অন্তর্হিত।


যুদ্ধে নেতাজীর পরাজয়, ডেকে আনে ভারতের দুর্ভাগ্য
নইলে! ইংরেজ প্রভাব মুক্ত-অখণ্ড স্বাধীনতা পেত ভারতবর্ষ।


আlদর্শ মানুষ বলে দেশে, এখনো অটুট তাঁর সন্মান
যদি ধরতেন হাল !! বিশ্বে, দেশের হত শীর্ষে অবস্থান।


একবিংশ শতাব্দীর প্রারম্ভেই, সর্বত্র দুর্নীতির জোয়ার !!
নির্মূল করতে যত্তসব আগাছা! আপনার ফেরা দরকার।


সৈনিক হয়েও তিনি ছিলেন সঙ্গীত প্রেমী, দেবতূল্য প্রাণ
যুদ্ধের বিভৎসতার মাঝেও, গাইতেন গুনগুনিয়ে গান।


অধিকাংশ ভারতবাসীর প্রাণ আজও কাঁদে তাঁর জন্য
গগনচুম্বী জনপ্রিয়তা ছিল চক্ষুশূল  


'পরাক্রম দিবস' নামে পালিত, ২৩শে জানুয়ারি দিনটি
১২৭-তম জন্মদিনে, তাঁর চরণে রইল প্রণাম শতকোটি।
********************************
সুব্রত ভৌমিক  ২৩ জানুয়ারি ২০২৩  কোল-৭৫
********************************