# 'নিরুপায় নয়' #
    (কবিতা)


দুর্দশাগ্ৰস্ত আপামর আমজনতা
          ক্ষুধার ভারতবর্ষে
হয়েছেন অসামাজিক ও চাটুকার
          শুধু বাঁচার আশে,
এ ছাড়া আর নেই যে কোন গতি !
          নেই যে কেউ পাশে !


প্রতি শিশির বিন্দুতে প্রতিফলিত হয়
           প্রভাতী পূর্ণাঙ্গ সূর্য্য,
বলে, মানুষও সৃষ্টিকর্তা ঈশ্বরের আর্শি !
          ভুলেছে তার শৌর্য্য।


রাজশক্তির পর প্রকট সর্বত্র, পেশীশক্তি
              নেই স্নিগ্ধ বাতাবরণ
একটু শান্তি, স্বস্তির আশায় চাতকের দশা !
               দিশাহারা  জনগন।


নিরুপায় ভেবে নিজেকে দুর্বল ভাবা পাপ !
               আর নয় স্বার্থপরতা
পরপ্রজন্মকে সুরক্ষিত রাখতে হলে পরে -
               দূর হোক্ অনৈতিকতা।
**************************
সুব্রত ভৌমিক  ০৬-০৯-২০২২  কোল-৭৫
**************************