# 'নলেন-গুড়' #  
     (কবিতা)


কুড়ি-একুশ সাল...
'শরৎ' কাল চলে গেছে অনেক আগেই
এখন অগ্রহায়ণ মাসের মাঝামাঝি
মানে...'হেমন্ত' কাল-ও করছে যাই যাই
কিন্তু, হাওয়ায় 'হিমের পরশ' !!
সেভাবে এখন আর লোকে পাচ্ছে কই ??


সারি সারি খেজুর গাছ আছে দাঁড়িয়ে
প্রবল শীতের আশায়...
কিন্তু এ হেমন্তে !! তার ইঙ্গিত-ই যে নেই,
'কড়া-শীত' যদি দেয় এবারও ফাঁকি
তবে 'নলেন গুড়' পেতে , কোথায় যাই !!


তীব্র-শীতের আশায় দিনগুনছে 'শিউলি'রা--
অসংখ্য খেজুর গাছে ঝুলিয়ে মাটির-হাঁড়ি,
গাছ, বেশি দিতে না পারলে মিষ্টিরস এবারও !!
তবে হবে অনেক এই 'মধু-বৃক্ষের' প্রাণহানি !!
কারন, হয়ে যাবে তারা অফলা, অদরকারী !!
ওজনে সব যাবে ইঁটভাটায়...হতে জ্বালানী।


তাই যদি সত্যি হয় !!
তবে, লুপ্ত হবে, প্রসিদ্ধ ময়রাদের অপূর্ব সৃষ্টি
মনপ্রাণ ভরানো, সুস্বাদু, সুগন্ধী--
নলেন গুড়ের অসামান্য, মোয়া-মিষ্টি-কতকি !!


দূষিত জলবায়ু...শুনি এ দুঃখের মূলে,
শোধরানো !! একমাত্র মানুষের-ই  দায়
আর তা না  হলে !!
আর বেশী দেরি নেই পৃথিবী থেকে--
মানব কুলের বোধহয় নিতে চির-বিদায়।
********************************************
সুব্রত ভৌমিক ২২১১২০২০ ৩০১১২০২১ কোল-৭৫
*********************************************