.          #  'ওঁ বিশ্বকর্মণে নমঃ' #
                      (কবিতা)


ভাদ্র সংক্রান্তিতে...
এসো এসো, সৃষ্টির ঠাকুর শিল্পী বিশ্বকর্মা
মহামায়ার আগমনী বারতা দাও ছড়িয়ে,
ঘুড়ি উড়িয়ে সবে আহ্বান করুক তোমায়
আষাঢ়-শ্রাবণ-ভাদ্রের...দুর্ভোগ পেরিয়ে।


তৈরী করে গেছ তুমি নিখুঁত ভাবে চার হাতে-
সত্য যুগে স্বর্গলোক, ত্রেতাযুগে সোনার-লঙ্কা
কলিতে হস্তিনাপুর-ইন্দ্রপ্রস্থ ও দ্বাপরে দ্বারকা।


অস্ত্রশস্ত্র-প্রাসাদ-অলংকার কিছুই যায়নি বাদ
শ্রীশ্রীজগন্নাথের মূর্তি তৈরিতেও ছিল ঐ হাত।


জ্ঞান আর কর্মের প্রতীক তুমি, সমানে সমানে
তোমার হাতে দাঁড়িপাল্লা...বোঝায় সেই মানে।


গৃহ-মন্দির-গ্রাম-নগর-যন্ত্র-অলংকার সবের-
সঠিক ভাবে তৈরীর কৌশল, লিখে গেছ তুমি
'বাস্তুশাস্ত্রম' নামে দশটি খন্ডে যা অমূল্য মানি।


সর্বদর্শী-সর্বজ্ঞানী হয়েও থেকেছ তুমি ধরায়
স্বর্গ-সুখ ত্যাগ করে ! ছিলে দলিতের সেবায়।


ভক্তি ভরে পুজো করে তাই সর্বজন সাধ্যমত,
আশীর্বাদ-মাগে তব শ্রীচরণে, করে মাথা নত।


**************************
সুব্রত ভৌমিক ১৮০৯২০২৩ কোল-৭৫
(আজ বিশ্বকর্মা পুজো)
**************************