.       #  'পহেলা বৈশাখ-১৪৩০' #
                     (কবিতা)


এসো এসো, উচ্চ কন্ঠে করি সব জয়ধ্বনি
এসেছে যে আবার বৈশাখ ! সাজাতে ধরণী,
আসবে সাথে, উদ্দাম সে-ই-ই বৈশাখী ঝড় !!
ধুয়ে, মুড়িয়ে, সাফ করার সুযোগ্য দোসর।


উড়িয়ে জঞ্জাল, যত সব জীর্ণ-শীর্ণ-দীর্ণ
বিদায় করবে সব ! অবাঞ্ছিত ও অপূর্ণ,
তরুণ শ্যামলীমায় ঢেকে যাবে যত বিবর্ণ
প্রাণের স্পন্দনে চারিধার হবে, পরিপূর্ণ।


পহেলা বৈশাখে, এবারও হবে গ্রীষ্ম বরণ
প্রায় বৃষ্টি বিহীন বৈশাখে কাটবে কিছুক্ষণ,
খরতাপে, স্থলে-জলে-জঙ্গলে শুকিয়ে পূতি
নূতন করে বিজয় কেতন, ওড়াবে প্রকৃতি ।


১৪৩০ বঙ্গাব্দের প্রথম দিনে, করি আবদার
আসুক...সুতীব্র এক কালবৈশাখী বজ্রঝড়
নীরস ডাল-পাতা ও সাথে দুর্নীতি-ব্যভিচার
ঝড়িয়ে আনুক সমাজে, "শান্তি-শান্ত-উদার"।


আকবরের অভিষেকে শুরু তোমার পথচলা
সু-নীতি প্রতিষ্ঠা করে, বাঁচাও সোনার বাংলা।
এসো এসো ! উচ্চ কন্ঠে সবাই করি হর্ষধ্বনি
এসেছে যে পরিত্রাতা বৈশাখ, রাঙাতে ধরণী।


**************************
সুব্রত ভৌমিক  ১৫-০৪-২০২৩ কোল-৭৫
**************************