.        #  'পঞ্চম-স্মরণে' #
                (কবিতা)


বাবার দেওয়া তাঁর ডাকনাম 'পঞ্চম'
'পা'...সুর-সপ্তকের দ্বিতীয় শুদ্ধ স্বর,
শচীন দেব বর্মণের...একমাত্র পুত্র-
জন্মেছিলেন, হয়ে অসীম প্রতিভাধর


ছিলেন না সেই অর্থে উচ্চ শিক্ষিত
স্কুলের গন্ডি ছাড়ায় নি পড়াশোনা
কিন্তু....
সঙ্গীতের ছিলেন একনিষ্ঠ সাধক
লঘু সঙ্গীতকে দেন, নূতন ঘরানা।


পিতামাতা ছিলেন গানের শিক্ষাগুরু
কিন্তু....
তাঁর চর্চার পথ অন্যের ছিল অজানা
মৌলিক সুর সৃষ্টতে মুগ্ধ ছিল জনতা
চলচ্চিত্র পেয়েছিল এক নূতন প্রেরণা।


পারিবারিক অশান্তির জেরে অন্তিমে
হারিয়ে ফেলেন সেই তুমুল জনপ্রিয়তা,
সাফল্য আর ধরা দেয়নি অনেক কাজে
অর্থ কষ্টে শেষ করতে হয়, ধরার যাত্রা।


ভালো নাম ছিল তাঁর....রাহুল দেব বর্মন
আদরে লোকে ডাকত ..."আর-ডি" বলে
সাতাশে জুনে রইল প্রনাম, তার জন্মদিনে
আজ শ্রদ্ধায় তাঁকে স্মরণ করি, প্রাণ খুলে।


*************************
সুব্রত ভৌমিক  ২৭০৬২০২৩ কোল-৭৫
*************************