# 'পঞ্চ' #
   (ছড়া)


'পঞ্চ' মানে পাঁচ, আমরা সবাই জানি
'পাঁচ' প্যেঁচিয়ে আছে জীবনকে সর্বত্র !!
এটাই সত্য...আমরা মানি বা না মানি,
দেখাই যাক্...জ্ঞানের দৌড় যতখানি।
**************
জন্মদাতা, ভয়ত্রাতা, কন্যাদাতা--
বিদ্যাদাতা, অন্নদাতা......
এনারা হলেন মানুষের 'পঞ্চপিতা'।
***************
প্রাণ, অপান, সমান, উদান ও ব্যান,
শরীরে এই 'পঞ্চবায়ু' করে অবস্থান।
****************
অপ্, তেজঃ, মরুৎ , ব্যোম ও ক্ষিতি,
এদের বলে 'পঞ্চভূত', ভগবানের সৃষ্টি।
*****************
রূপ, গন্ধ, স্পর্শ, শব্দ ও রস...
এই 'পঞ্চগুণ'-ই  জীবনের 'বস্'।
******************
চোখ, নাক, জিভ, ত্বক ও কান,
এরা 'পঞ্চ-ইন্দ্রিয়', জীবন-রথ চালান।
*******************
কিছু 'পঞ্চ' আছে...ভরে পূণ্যের ঘড়া
যেমন...পঞ্চ-ধাতু, পঞ্চ-প্রদীপ,পঞ্চ-তপা
পঞ্চশস্য, পঞ্চগব্য, পঞ্চামৃত, পঞ্চগুঁড়া।
********************
'পঞ্চ' আছে আরো অনেক !!
এ খানেই শেষ না,
যথা.....
পঞ্চকষা,পঞ্চানন্,পঞ্চবটি, পঞ্চ-পান্ডব--
পঞ্চশীল নীতি আর পঞ্চশীল প্রার্থণা।
খুঁজলে আরো আছে...মনে পড়ছে না !!
********************
কেউ কি বলতে পারেন ?
হাত-পায়ের আঙ্গুল সংখ্যা' কেন পাঁচ'?
গড়পড়তা লম্বা মানুষ, কেন ফিট-পাঁচ ?
তাহলে বলা যেতেই পারে--
শরীর গঠনেও আছে, পাঁচের মারপ্যাঁচ !!
********************
'পাঁচতারা মার্কা' কেন বোঝায় 'টপক্লাস' ?
কারনটা আমরা অনেকেই জানিনা...
কিন্তু আছি সবাই বিন্দাস।
*********************
জানিনা 'পাঁচ'-এ, কি আছে যাদু...
জানিনা, 'পাঁচালী' কেন কানে ঢালে মধু ?
যদি কেউ জানো, তবে অবশ্যই জানিও !!
সাধু সাধু।
**********************************
সুব্রত ভৌমিক..
.কোলকাতা-৭৫
**********************************