.               পরাণ সখা
                 (কবিতা)  


আজ থেকে পয়তাল্লিশ বছর আগে
বিয়ের পিঁড়িতে বসে ছিলাম আমি
বরের সাজে...টোপর মাথায় দিয়ে।


দিনটির কথা মনে থাকত ভাসা ভাসা-
শশব্যস্ত কর্মজীবনে অকাজের ভীড়ে,
SMWA ও 'চা-বাগান' বন্ধুদের ধন্যবাদ
অবসর কালে ....
স্বমহিমায় দিনটিকে এনেছে ফিরিয়ে।


আপ্যায়ন, অভিনন্দনের জোয়ারে ....
সপরিবারে আমরা সবাই সত্যিই আপ্লুত,
আজকেই শুধুমাত্র নয় কিন্তু এ অনুষ্ঠান !
ফি-বছর পাই শুভেচ্ছা বার্তা, সময়মতো।


কলেজ-সহপাঠী বন্ধুদের গ্রুপে অনেকে
মনে করে রেখেছে এ দিন তারা...সযত্নে
তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ
বহুদিন যেন বন্ধুরা থাকতে পারি...সঙ্গে।


সপরিবারে ফিরে আসার ইচ্ছে রইলো-
সবার মাঝে এই বিশেষ দিনটিতে আবার,
যদিও কিছুই নেই হাতে...সবই ইচ্ছে তাঁর।
*************************
নন্দিনী ও সুব্রত ভৌমিক  
১৪-১২-২০২২... কোল-৭৫
SMWA... Santoshpur Morning
                 walkers Association
'চা-বাগান'.... সকালে চায়ের আসর
                       চায়ের দোকানে।
*************************