# 'পারানির কড়ি আমার' #
     (কবিতা)


উঠবো যবে শেষে তাঁর খেয়ায়
বিলিয়ে দিয়ে যা যা আছে আমার,
শুধু থাকবে কন্ঠে সুরের দোলা
পারানিকে তাই দিয়ে যদি পাই পার !!


ওপারে যেতে সত্যি পারব কি পারব না,
পারানি এ গানে ভুলবে কি ভুলবে না,
কোন খবরই আমার কাছে নেই আগাম
আশায় আশায়, তাই গানে পাগল হলাম।


জন্মেছি চিৎকার করে কেঁদে কেঁদে
আদর ভুলিয়েছে সে ব্যথা ধীরে ধীরে,
ভেবে ছিলাম, অন্তিমে যাব হেসে হেসে
বুঝিনি কেন !! কাঞ্চন মূল্যহীন তাঁর কাছে।
*************************
সুব্রত ভৌমিক ২৫-০২-২০২২ কোল-৭৫
*************************