# 'পাথর' #
    (কবিতা)


সবাই জানে...'হীরা' অমূল্য হলেও
এক দুর্লভ পাথর ছাড়া কিছু নয় !!
সব পাথরই কিন্তু হীরা বা দামি হয় না !
সাধারণ পাথরই, বেশী বেশী দেখা যায়।


হীরা এক কঠিনতম, বিরলতম শিলা
মাটির অনেক গভীরে তার বাসা
জননী তার, হেলাফেলা পাথুরে-কয়লা !!


কঠিন পালিশে, সব পাথর পারে না
হীরকের মত অসাধারণ মসৃণতায়
চোখঝলসানো, মনভুলানো আলোর--
রংবেরং-এর বিচ্ছুরণ চতুর্দিকে ঘটাতে।


প্রকৃতির সেই অমূল্য সম্পদ অর্জনে
করতে হয় পরিশ্রম ও বিপুল অর্থব্যয়ে
ভূপৃষ্ঠের বহু-গভীরে প্রস্তর-স্তর খনন্ !!
কোটি কোটি বছরে, বিপুল চাপে-তাপে
শুধুই প্রকৃতির খেয়ালে জন্ম নেয়
হীরে বা কালো পাষাণ মণি বা রুহিতন।
                 /////////
ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ--
অবয়বে, প্রায় একই ছাঁচে গড়া,
কিন্তু, বেশিরভাগই চরিত্রে অধঃগামী
ঐ অল্পমূল্য সাধারণ সব পাথরের মত,
স্বার্থপর, অমানুষ, লোভ লালসায় ভরা।


প্রকৃত জ্ঞানী​, আলোকিত মানুষ
থাকেন চোখের আড়ালে...নির্জনে,
কঠিন সাধনায়, কঠিন ত্যাগে--
প্রতিষ্ঠিত হন, সবার মনের গহনে।
তাঁরা জন্মান, সৃষ্টি কর্তার নির্দেশে--
বেশিরভাগই অখ্যাত গরীবের কুটিরে,
ঐ কালো মানিকের মত, গরীবের গর্ভে।
                   //////////
জীব-নির্জীব সবেতেই ঈশ্বরের খেলা !!
দেখান তিনি চোখে আঙ্গুল দিয়ে--
শ্রেষ্ঠত্ব দুনিয়ায় যায় না পাওয়া সহজে !!!
আসে কঠিন সাধনায়, অতি কষ্ট জয়ে।


মহান্ ব্যক্তি হীরের মতই কঠিন, নির্বিকার
বদ্ আঁচড় সহজে পড়েনা তাঁদের মনে,
পাপমুক্ত হতে পারে পাপী..সান্নিধ্যে তাঁর।
                   ////////
অবহেলায় আজ তাঁরা অনাদৃত সমাজে
তাই...পৃথিবী যাচ্ছে তলিয়ে দিনদিন
দুঃখ দুর্দশার ধ্বংসের গভীর অতলে।
**********************************
সুব্রত ভৌমিক  ১৪১০২০২১  কোল-৭৫
**********************************