,                   # 'ফাঁকি' #
                        (ছড়া)


"তোমার পূজার ছলে" কতই না করি চালাকি
কিন্তু "বুঝতে নারি কখন্ তুমি দাও-যে ফাঁকি"।


দামি দামি নৈবেদ্য সাজিয়ে...দি ঠাকুরকে ঘুষ !
সবাই যেমন করে ! অফিস-বস কে করতে খুশ।


দেবী ঘোটকে সওয়ার, মানে নাকি রাজ-ছত্রভঙ্গ!
কিন্তু ঘন্টা বাঁধবে যারা, তারাই তো অসুরের অঙ্গ!


আগাগোড়া...গেছে ছেয়ে অসুরে অসুরে দেশটা
দেবীর-আগমনে কম্পিত নয় ! তারাই উদ্যোক্তা।


উপরে উপরে রোশনাই, কিন্তু ভেতরে অন্ধকার
আনন্দ-ঘন দিনে, পথে বসে শোকাতুর হবু টিচার।


গুটিয়ে থাকে সমাজ ! সারা বছর অসুরের ভয়ে
যুদ্ধে অনীহা ! ফোকটে পেতে চায় শান্তি জীবনে।


"ধরি ধরি মনে করি"...কিন্তু পুলিশ অসুর ধরে না
নামীদামী পুজো ! তাদের ছাড়া ভাবাই যায় না।


এত কোরে " মা"-কে ডেকেও কিছুই সুরাহা হয় না
ভীরু সন্তান দেখে, হয়তো মা মর্ত্যে আসেন-ই না।


*****************************
সুব্রত ভৌমিক  ২১-১০-২০২৩ সপ্তমী কোল-৭৫
******************************