.          # 'পোয়া-বারো' #
                (কবিতা)


শকুনি-মামা এখনও খেলছে পাশা
ফেলছে সব দান...."পোয়া-বারো",
জনগণের বুদ্ধি কেন এতো ভোঁতা?
কেন বোঝে না !! কোথায় গেরো।


'লটারি' শব্দের মানেই গেছে পাল্টে
নয় সে  ভাগ্য পরীক্ষার খেলা, দাদা!
হয়েছে শয়তানদের...'পোয়া-বারো'
হচ্ছে তাদের 'কালো-টাকা', 'সাদা'।


ভোটের "টিকিট" ভাগ্যের চাবিকাঠি
জিততে পারলেই তো 'পোয়া-বারো'!
দরকার নেই স্কুল-কলেজর মানপত্র
তাবড় তাবড় অমলা, হবে আজ্ঞাবহ।


ঝড়-ঝঞ্ঝা-বন্যা এলে 'পোয়া-বারো'
লুটে-পুটে খায়, সব গ্রামের মাস্তান
অবস্থাপন্ন...পায় সব দান-খয়রাতি
বিলাপ করে, নির্ধন জনতা-জনার্দন।


কবে আসবে..."শান্তি শান্ত উদার"?
'পোয়া-বারো' হবে, আমজনতার
'রাম-রাজত্ব' এখন শুধু মাত্র আশা!
তবুও...."আশায় বুক বাঁধে চাষা"।


*******************
সুব্রত ভৌমিক  ০৫০৬২০২৩  কোল-৭৫
*********************************


তাদের জ্ঞাতার্থে যারা জানেন না ......


পাশা খেলায় সর্বোচ্চ দান বা চাল হল "পোয়া-বারো"।
মানে,দানেতিনটি গুটি যদি এক সাথে পড়ে... ১, ৬, ৬।
এককে বলে "পোয়া" আর দু'টো ছয়কে বলে "বারো"।
তাই খুব লাভজনক কিছু হলে তাকে বলে"পোয়া-বারো"।
*********************************