শিরোনাম: 'প্রাণের মাতৃভাষা'
কলমে: সুব্রত ভৌমিক
কোলকাতা-৭৫
তারিখ: ০৫-০৫-২০২৫
*******************************
স্বাধীন বঙ্গে...
প্রায় শুকিয়ে যাচ্ছে 'মাতৃভাষা-নদী'
বিংশ শতাব্দীর সাহিত্যের জোয়ারে
ভাঁটার টান ! কোথায় হারিয়ে যাচ্ছে
বাংলার... উজ্জ্বল সাহিত্য সংস্কৃতি ?
আন্তর্জাতিক স্তরে উন্নত হওয়ার জন্য
বাঙালি আঁকড়ে ধরেছে সাহেবীয়ানা !
ইংরেজি মাধ্যম স্কুলে ভরে গেছে দেশ
শুদ্ধ বাংলায় কথা বলা... নির্বুদ্ধিপনা !
তাহলে নাকি জীবনে উন্নতিই হবে না।
তবে কি তাজা রক্তস্রোত বৃথাই বইলো ?
শহীদ আজ প্রায় বিস্মৃত...অপাংক্তেয় !
সোনার বাংলা স্বপ্ন তবে অধরাই রইলো ?
শুনে আশা জাগে.....
সীমান্তের ওপারে, অধুনা বাংলাদেশে
সন্মানিত সর্বক্ষেত্রে প্রাণের মাতৃভাষা,
এপার-বাংলা একদিন অবশ্যই বুঝবে--
ইংরেজদের অন্ধ অনুসরণ...সর্বনাশা।
--------------x------------