# 'প্রতিবাদী' #      
    (গদ্য কবিতা)                    
                                                          
তীব্র প্রতিবাদ কোরি আমরা জন্মে-ই !!
উচ্চস্বরে কেঁদে...
কিন্তু কোনো কারন, কারোরই মনে নেই।  তবে কি...
এসেছি পৃথিবীতে, ছেড়ে ইচ্ছের বিরুদ্ধে
কোন মন-প্রাণ জুরোনো আনন্দ ধাম ?
নাকি, প্রথম অনুভবে-ই শিশু বোঝে
এ পৃথিবী মন্দ, অসৎ, মৃত্যু-যন্ত্রণাময় !!
নাকি...এসব চিন্তার কোন মানেই নেই।


নইলে !!
জন্মেই যদি আমরা প্রতিবাদী-ই হব
তবে কেন, হাজারো অন্যায়ের আবর্তেও
প্রায় নেই কোন জোরালো প্রতিবাদ ?
কেন আপোষ !! নিত্য অন্যায়ের সাথে ?
কে দেবে জবাব...আমার এ প্রশ্নের ??


হয়তোঃ...বাতাসে ভেসে বেড়াচ্ছে উত্তর
কিন্তু, আমাদের জানার ইচ্ছেই যে নেই !!
**********************************
সুব্রত ভৌমিক  ১২/২০১৮, ১১/২০২১
কোল-৭৫
**********************************