.    # 'প্রঃ চিত্ত গুহ স্মরণে' #
            (কবিতা)


ছবি পোস্ট দেখে...
মনে পড়ল তাঁকে, বহু বছর পর
'টিপটপ-স্লিম-স্মার্ট'....প্রফেসর।


কোনদিনই ছিলাম না তাঁর ছাত্র
এনসিসি-র তালিম নিয়েছি মাত্র।


প্রঃ চিত্ত গুহ, ছিলেন ভীষণ কড়া
এনসিসি ড্রেসে ছিলেন, মনকাড়া।


ছিলেন নির্ভেজাল ও দুর্লভ মানুষ
এমনিতে, হাসিখুশি ভালো মানুষ।


সদা...সাদাসিধে ছিল তাঁর জীবন
চিরদিন সাইকেল, একমাত্র বাহন।


তখন চিনত সবাই তাঁকে কুচবিহারে
স্থান করে নিয়ে ছিলেন সবার অন্তরে।


ছেলের বন্ধু পরিচয়ে গেছি তাঁর বাড়ি
কাছ থেকে দেখেছি, শান্ত-সৌম-ছবি।


আজ, পনেরই জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ
আর এক প্রয়ান দিবসে, রইল শ্রদ্ধার্ঘ্য।


*************************
সুব্রত ভৌমিক ১৫-০৭-২০২৩  কোল-৭৫
**************************