.     # 'প্রয়াণ দিবসে সুকুমার রায় স্মরণ' #
                         (কবিতা)


অকাল-প্রয়াণ হলেও, মৃত্যুকে করেছিলেন জয়
মৃত্যু-যন্ত্রণাতেও ছিলেন শান্ত !...অপার বিস্ময়।


শতবর্ষে, শিশুতোষ ছড়ার বই "আবোলতাবোল"
হাসির পেছনে সামাজিক অসঙ্গতি...গন্ডগোল।


তাঁর কবিতা এনেছে নূতন ধারা..."ননসেন্স রাইম"
হাসির খোরাক পেয়েছেন দেখে 'সোসাল ক্রাইম'।


কৌতুকে ভাসিয়ে, ব্যঙ্গ করে লিখেছেন সব ছড়া
প্রয়াণের শতবর্ষ পরেও যা প্রাসঙ্গিক ও মনকাড়া।


"আমরা হব লাট মেজাজী, তোমরা হবে কিপ্টে,
     চাইবে যদি কিছু তখন ধরব গলা চিপ্টে।"
"হিংসুটিদের গান" কবিতার এই শেষ লাইন দুটি
বৈষম্যের এই যুগে, সমান ভাবে প্রযোজ্য ও খাঁটি।


বিশ্বাস করতেন আনন্দই উৎস...সব জীবনের
বিষাদ দূরে রেখে, সৃষ্টি করে গেছেন 'কমিকের'।


পিতৃদত্ত ছিল তাঁর ঐশ্বরিক শক্তি ও কাব্যময়তা
প্রয়াণ শতবর্ষে, রইল সহস্র প্রনাম ও বিনম্র শ্রদ্ধা।


****************************
সুব্রত ভৌমিক  ১০-০৯-২০২৩ কোল-৭৫
****************************