# 'প্রয়াণ দিবসে প্রনাম'#
(কবিতা)


শ্রদ্ধেয় বিদ্যাসাগর মহাশয়...
বৃথাই, আপনি করেছিলেন কঠোর পরিশ্রম
অলস, অপদার্থ, হৃদয়হীন বাঙ্গালীর উন্নয়নে,
দেখে যান...শিক্ষা ব্যবস্থার কি বেহাল দশা !!
মেধাবী শিক্ষকরা চাকরির ধর্নায়....সড়কে -
আর অযোগ্য অনেক শিক্ষক...ব্লাকবোর্ডে।


ভাবাই যায়না !! আপনি বাঙ্গালীর পূর্বপুরুষ,
অবক্ষয়ের প্রায় শেষ সীমানায় আজ সমাজ,
অনৈতিক বলে বলীয়ান সমাজ বিরোধী সব
শিক্ষায় করছে আধিপত্য !! প্রায় সর্বত্র আজ।


চারিত্রিক দৃঢ়তায় ছিলেন বিপরীত মেরুতে
সে অর্থে....
বলা যাবেনা আপনাকে ব্রাহ্মণ বা বাঙ্গালী
ছিলেন জাতপাত, দলাদলির অনেক উর্দ্ধে
খাঁটি দয়ালু মানুষ...ভালোবাসার কাঙ্গালি।
আজ একশ একত্রিশতম তব প্রয়াণ দিবসে
রইল আমার সহস্রাধিক প্রনাম ও শ্রদ্ধাঞ্জলি।
**************************
সুব্রত ভৌমিক  ২৯০৭২০২২  কোল-৭৫
**************************