.    # 'রাজা রামমোহন রায় স্মরণে' #
                     (কবিতা)


কুসংস্কার মুক্ত, মনপ্রাণে আধুনিক এক পুরুষ
             জন্মেছিলেন এই বাংলায়
রবি-ঠাকুর আখ্যা দেন তাঁকে "ভারতপথিক"
            তিনি, রাজা রামমোহন রায়।


যদিও তিনি জন্মেছিলেন সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশে
          উত্তরাধিকার সূত্রে নন নৃপতি
আকবরের দূত হয়ে, দাবি নিয়ে যান বিলেত
        বাদশা দেন তাঁকে "রাজা" উপাধি।


সতীদাহের লেলিহান শিখায় জ্বলত তাঁর প্রাণ
      রীতি উৎখাতে পাননি সহযোগিতা
তবুও দুর্দমনীয় শক্তি দিয়ে আনেন সেই আইন-
       যা দিয়ে বন্ধ হয় এই বর্বর প্রথা।


সাহিত্যিক-দার্শনিক-বেদজ্ঞ-বহুভাষিক-মহান্
        তিনি আজও জাতির অহংকার
বাইশে মে এই নবজাগরণ-পথিকৃতের জন্মদিন
       তাঁকে জানাই শ্রদ্ধা ও নমস্কার।
***************************
সুব্রত ভৌমিক  ২২০৫২০২৩  কোলকাতা-৭৫
***************************