.   # 'রবিঠাকুর স্মরণ-২০২৩' #
              (কবিতা)


২০২৩ খ্রীষ্টাব্দের আজ ৭ই আগস্ট
কাল ১৪৩০ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ,
ক্যালেন্ডার মতে তাঁর দু'টো মৃত্যু দিন
তাই, দু'দিন ধরে করব তাঁকে স্মরণ।


চাপা পড়ছেন, বাংলা তথা ভারতের
কত উজ্জ্বল...কবি-সাহিত্যিক-ফ্যান
তাঁর...পাহাড় প্রমাণ সাহিত্য সম্ভারে,
তাই এখনো সর্বঘটে তাঁরই গুণগান।


তাঁকে ছাপিয়ে যাওয়া তো দূর-অস্ত!
হয়নি বাংলা সাহিত্যে কেউ সমকক্ষ,
ওনার ছত্রছায়ায় বেড়েছেন অনেকে
শুধু ভিন্ন পথের কবি নজরুল ব্যতীত।  


তাঁর পূর্ণ-মূল্যায়ণ, ভাবি হয়নি এখনো
মনে হয়...কম চর্চিত হন হালের সমাজে,
নোবেল জয়ের পর দুঃখে বলে ছিলেন-
তিনি..."এই মণিহার আমায় নাহি সাজে"।


আজ তাঁর তেরাশি তম তিরোধান দিবস,
মুক্তিদাতা হয়ে এসে ছিলেন ধরাতলে,
বলছি...কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-কথা
সশ্রদ্ধ সহস্র প্রণাম রইল...তাঁর চরণতলে।


*****************************
সুব্রত ভৌমিক   ৭/৮-ও-৮/৮/২০২৩  কোল-৭৫
১৯৪১ সালে তাঁর তিরোধান দিবসে...
৭ই আগস্ট ও ২২শে শ্রাবণ একই দিন ছিল।
*****************************