# 'শহিদ দিবস-২০২২' #
   (কবিতা)


প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে...
বাঙালির স্মৃতিতে ভেসে ওঠে বিভৎস সেই দিনের দৃশ্য,
বাংলা ভাষা-ভাষীরা "শহিদ দিবসে" হন শোকাহত,
জীবন তুচ্ছ করে, মাতৃভাষাকে আঁকড়ে সেদিন তাঁরা -
মাতৃভূমি কে ভালোবাসা ও সন্মান দিয়েছিলেন যথাযথ।


এ বিপ্লব ছিল না করতে শুধু অন্য ভাষাকে উচ্ছেদ  !!
ছিল দেখাতে, মাতৃভাষাকে রক্ষা  করার  অসীম সাহসীকতা !!
ছিল অন্যায়ের বিরুদ্ধে স্বতস্ফুর্ত প্রতিবাদ , সব ধর্মের  
বিশ্বের মান্যতায় এদিন আজ...'বিশ্ব মাতৃভাষা দিবস'।


ভাবা খুবই জরুরি ...
প্রায় সাত দশক পরে, কেন বাংলাভাষা কোনঠাসা ?
অধিকাংশ বাঙালি শুদ্ধ বাংলায়, কেন বলতে পারে  না কথা ?
সমাজের প্রায় সর্বস্তরে, কেন আধিপত্য পায় ইংরেজি ভাষা?
ইংরেজি শিক্ষা পেলে, দেশে কেন বেশি সুযোগ সুবিধা ?


মনে রাখতে হবে বাঙালিদের ...
ইংরেজির প্রয়োজন, পেতে শুধু আর্থিক সফলতা
নূতন প্রজন্ম, যেন ভালোবাসে মাতৃদুগ্ধ-সম মাতৃভাষা,
তা ছাড়া বোধহয় কারো জীবনে আসেনা...সার্থকতা।


উনিশশো বাহান্ন সালের সেই একুশে ফেব্রুয়ারিতে
অজান্তেই সূচনা হয়েছিল স্বাধীন বাংলাদেশের স্বপ্ন,
কঠিন সংগ্রামে, বাঙালির অনেক অশ্রু, রক্ত ঝরিয়ে -
প্রায় দু'দশক পরে, জন্ম নিয়েছিল সেই স্বাধীন ভূখণ্ড।


অধুনা বাংলাদেশে, মাতৃভাষা অনেকটাই সমাদৃত,
শুনে আনন্দ জাগে প্রাণে !!...গর্বিত হয় বাঙালি-সত্তা,
কিন্তু পশ্চিমবঙ্গে !! মাতৃভাষার ভবিষ্যৎ তমসাবৃত,
শিশু যদি ইংরেজিতে অনর্গল কথা বলে !!
প্রায় সব ছাত্র-ছাত্রীর অভিভাবক হন, অতিশয় গর্বিত।
*****************************************
সুব্রত ভৌমিক ২১-০২-২০২২ কোলকাতা-৭৫
*****************************************