.    # 'সত্যজিৎ রায় স্মরণে-২০২৩' #
                         (কবিতা)
  
এক 'আগন্তুক' এসেছিলেন এপাড় বাংলায়
                ১০২ বছর আগে
অসময়ে ছেড়ে চলে গিয়ে ছিলেন ইহলোক
               সবাইকে কাঁদিয়ে।


তাঁর 'সিনেমা' তৈরি করা নিয়েই শুধু গর্বিত
                  আপামর জনতা
সঙ্গীত-চিত্র-সাহিত্য দক্ষতার কথা কম চর্চিত
               আড়ালে সে প্রতিভা।


সুদর্শন-স্মার্ট-অভিজাত বংশজাত, বাঙালি
                হননি পর্দায় হিরো !!
অর্থাভাব সত্বেও, জিতে বিশ্বে অস্কার পুরস্কার
            বার্তা দিলেন 'তুমিও পার'।


চিরকালের জন্য সায়ত্রিশটি ছবি বানিয়েছেন
              বাংলা তথা দেশের যা গর্ব
'রায়' পরিবারের বংশধারা উজ্জ্বলতর করেছেন
               যোগ্য পিতার যোগ্য পুত্র।


বহির্বঙ্গে সাদামাটা, অন্তরে মণিমানিক্য খচিত
                সবার প্রিয় 'মানিকদা'
অপাদ মস্তক খাঁটি বাঙালি, আবার কি পাবে-
               এ ক্ষয়িষ্ণু পোড়া বাংলা?


নিশ্চয়ই বুঝেছেন, এতক্ষন বলছি কার কথা !!
                   তিনি সত্যজিৎ রায়দা
মে মাসের দ্বিতীয় দিনে তাঁর আবির্ভাব দিবস
                  রইল প্রণাম ও শ্রদ্ধা।


***************************
সুব্রত ভৌমিক  ০২০৫২০২৩  কোল-৭৫
***************************