.       # 'শিক্ষক দিবস-২০২৩' #
                  (কবিতা)


আচ্ছা, "শিক্ষক" সমাজে বলা হয় কাকে ?
যে স্কুল-কলেজে শিক্ষকতা করে, তাকে?
"গুরু" তথা আদর্শ শিক্ষক কাদের বলে ?
তাঁরা তো শিক্ষকই... তবে বহু উচ্চস্তরে।


"সব গুরুই শিক্ষক, কিন্তু সব শিক্ষকই-
গুরু হন না", জেনেছি চলতি কথা থেকে,
সেই শিক্ষকেই "গুরু" মেনে নেয় ছাত্র
যার কাছে চিরজীবন সে কৃতজ্ঞ থাকে।
জ্ঞান ও মনের বিকাশ ঘটে, তাঁর কাছে।


বহু আগে "গুরুকুল" শিক্ষা ছিল ভারতে
ধ্বংস করেছে ইংরেজরা, এসে এ দেশে।


জলন্ত মোম বাতির মত, প্রকৃত শিক্ষক-
নিজেকে নিঃশেষ করেন শিক্ষা বিস্তারে,
নিঃস্বার্থে জ্বেলে দিয়ে যান অসংখ্য দীপ
দেশ ও দশের উজ্জ্বল ভবিষ্যতের তরে।


হালে....
গুরু-শিষ্যের সে রসায়ন আর নেই প্রায় ,
দুর্নীতির করাল গ্রাসে বঙ্গ-শিক্ষা-দপ্তর
অযোগ্যরা বহাল, যোগ্য শিক্ষক রাস্তায়।


প্রবীণ নাগরিক আমি, ভাগ্যবান মনে হয়
"গুরু-ভাগ্য" ছিল ভালো আমার সে সময়,
আজ "শিক্ষক দিবস"....পাঁচই  সেপ্টেম্বর
সশ্রদ্ধ সহস্র প্রনাম রইল, "গুরু" চরণ পর।


************************
সুব্রত ভৌমিক   ০৫০৯২০২৩  কোল-৭৫
************************