.      # 'শ্রীশ্রীঈশ্বরচন্দ্র স্মরণ-২০২৩' #
                        (ছড়া)


হে মহাপ্রাণ পন্ডিত, শ্রীশ্রীঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
জন্মদিনে কবিতায় করি স্মরণ, প্রায় প্রতি বছর।


সুসংবাদ দেওয়ার মত, কিছুই যে থাকে না বলার
চারদিকে শুধুই অবক্ষয়, গোল্লায় যাচ্ছে সরকার।


তবে... এ বার আছে বলার মত বড় অহংকার!
চন্দ্রান্বেষণে নেমেছে, ভারতের 'প্রজ্ঞান' রোভার।


বিজ্ঞানীদের দলে আছে, কয়েকজন বঙ্গসন্তান
আশীর্বাদ করো তাঁরা যেন বাড়ায়, দেশের মান।


ব্যাস এতটুকু অগ্ৰগতি বলার মত...বিশ্বে সদর্পে
"কলি"-র ছোঁয়ায় যাচ্ছে বাকি সব, পাপের গর্ভে।


পাবলিক শিক্ষা ব্যবস্থা ! প্রায় নেই বল্লেই চলে
সর্বস্তর-দুর্নীতিতে দেশ, এগিয়ে বাংলার ছেলে!


বে-হিসেবি, মাতাল বর্তমানে প্রচুর...ভুরি-ভুরি !
একটা "মধূসুদন" ! খুঁজলেও পাবে না কো তুমি।


কত কথা বলার ছিল, কত কিছু রইলো বাকী
বিষদে বলতে গেলে ! পেয়াদা ধরবে এসে টুঁটি।


অপদার্থ পর প্রজন্মকে ক্ষমা করো, নিজ গুণে
২০৩-তম জন্মদিনে রইলো প্রনাম, তব শ্রীচরণে।


****************************
সুব্রত ভৌমিক  ২৬০৯২০২৩  কোলকাতা-৭৫
****************************