# 'সোহাগ-মুকুল' #
    (কবিতা)


প্রায় সব নারী, পুরুষের জীবনে
একবারই ধরে 'সোহাগ-মুকুল'
প্রেমের ...নব-যৌবন-মন-বাগিচায়,
বয়স যখন কমবেশি--
আঠারো থেকে পঁচিশের কোঠায়,
পূর্ণ প্রকাশ, সময়ে ও ভালোবাসায়,
কিন্তু বুঝেও .....
ঝাঁপিয়ে পড়ে না সবাই!...পরে পস্তায়।
প্রেম গুমড়ে ফেরে চিরতরে, অবহেলায়
তবে, মনের গভীরে দাগ রেখে যায়
ভোলা যায় না সহজে!!                                                        
সারা জীবন ধরে, মাঝে মাঝেই জ্বালায়।


প্রকৃতির কক্ষনো কোনই তাড়া থাকেনা
তার সব কিছুর সুন্দর, সার্বিক প্রস্ফুটনে
যেমন...গোলাপ ফোটে ধীরস্থির হয়ে
ফাঁকি থাকেনা, তার সম্পূর্ণ পরিবেশনে।


জীবনে প্রেম-প্রীতি-ভালোবাসায়--
জোর করে পূর্ণতা আনা যায়না !!
পূর্ণতা, যৌবনেই সর্বদা আসেও না,
তড়িঘড়িতে.....
বিপর্যয় নেমেছে বহুবার, বহু সংসারে !!
ঠকছে মানুষ...তবুও পরোয়া করেনা।
**********************************
সুব্রত ভৌমিক ১১১১২০২১ কোল-৭৫
***********************************