# 'স্রোত' # 
  (কবিতা)
**************************************
ভূমিকা :
কবিতায়, বাংলার মফঃস্বলের  ছাত্র-ছাত্রীদের
উচ্চশিক্ষায় প্রতিবন্ধকতা নিয়ে কিছু বলার
চেষ্টা করেছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে।
এই প্রসঙ্গে জানাই, পশ্চিমবঙ্গের  কুচবিহার জেলায়
আমি জন্মেছিলাম যখন সবে ভারতবর্ষ স্বাধীন হয়েছে।
কবিতার প্রেক্ষাপট প্রায় অর্ধশত বছর পূর্বের।
কবিতাটি নীচে দিলাম :-
******************************************
কোলকাতা ছাড়িয়ে, বহু বহু দূরের
এক গঞ্জে, ছিল আমার সব সহায়,
দেখে-টেখে জানি...এমনই হোত--
তখন, সবে সবে স্বাধীন বাংলায়।


অনুন্নত, সুদূর মফঃস্বল থেকে--
নবীন মেধার স্রোত বইতো সমানে
বছরের পর বছর...
বাংলার একমাত্র 'সিটি', কোলকাতা-পানে
স্বপ্ন-সার্থক করার বড় আশা নিয়ে মনে !!
ক্লান্তি বিহীন, একরোখা সব নদীর মত !!
স্থির-লক্ষ্যে সাগরপানে ধেয়ে যেত দিনরাত
সব বাধা জয় করে...অবিরাম, অবিরত।


প্রায় সবার সম্বল থাকত অতি সামান্য,
বেশির ভাগ... খুব কমই পেয়েছে সুখ,
নীল আকাশ আর সবুজ বুক ভরে নিয়ে
ভিটেমাটি ছেড়ে ঝাঁপাতো অজানায় !!
প্রত্যয়ে, সরলতায়...সব ঝক্-ঝকে মুখ।


হোত তারা বেমানান, শহরের আধুনিকতায়
আর ...ইঁট-পাথর-লোহার কঠিন জঙ্গলে !!
প্রায় সবাই, লড়াই করত দুঃখ কষ্ট ভুলে
আর কিছু বিপথে গিয়ে !! যেত রসাতলে।


খেয়াল করলেই যায় জানা....
আমলা, অফিসার কিম্বা মেধাবী ছাত্র
অনেকের-ই মফঃস্বল ঘরানা,
নিজক্ষেত্রে তারা উজ্জ্বল নক্ষত্র !!
যেন, তেল-কুচকুচে-ঘন-সবুজ বটগাছ
বিশাল সম্ভাবনা নিয়ে অঙ্কুরিত--
ঝোপ-ঝাড়ে-দালানে-এখানে-সেখানে
অবহেলায় অযত্নে অসংখ্য উদ্ভাসিত।


জনসংখ্যা বিস্ফোরণে...
সেই মেধার স্রোত, আজ আরও স্ফীত !!
বাংলায় সীমিত সুযোগ !! অনেকেই তাই
গন্ডী ছাড়িয়ে, দেশব্যাপী পরিব্যাপ্ত।


সৃজনশীলতায় ভরে যাবে বাংলা তথা দেশ
সত্যিকারের হবে সমষ্টিগত উন্নয়ন
যদি কোনদিন !! এই অভাগারা পায় সুযোগ--
আপন পরিবেশে থেকে করতে...স্বপ্নপূরণ।
**************************
সুব্রত ভৌমিক ২৮-১১-২০২১ কোল-৭৫
**************************