# 'সুন্দরবন ভ্রমণ অভিজ্ঞতা-২০২২' #    
                      (কবিতা)


বিস্তীর্ণ সুন্দরবনের...সামান্য কিছু অংশ ঘুরে
তিনদিন পর, অনিচ্ছায় আজ যাচ্ছি ফিরে।


সুন্দরবনে....
জীবন্ত-জন্তু কি কি দেখেছি...তা বড় কথা নয়!
দেখেছি বর্ণনাতীত প্রকৃতির সৌন্দর্য...মোহময়।
আরো দেখেছি...
সাদাসিধে দরিদ্র অধিবাসীদের জীবন সংগ্রাম
জীবিকার জন্য প্রকৃতির সাথে অসম যুদ্ধ করা
আধুনিক সুযোগ-সুবিধা প্রায় বিবর্জিত জনপদ
বছর বছর জয় করা, 'ঝড়-জল-বন্যা'...বা খরা।


জীবজন্তুর আক্রমণের শিকার মানুষ, ঘরে ঘরে!
শুধুই বেঁচে থাকার জন্য-
পল্লীর বিধবা ও আহত মানুষ তবুও লড়াই করে।


কুর্নিশ জানাই, এই সব সাহসী মানুষদের বার বার
বঞ্চনার  শিকার হয়েও সোজা মেরুদণ্ড...সবার!


প্রার্থনা করি সরকারের কাছে...
হোক্ উন্নয়ন এ অঞ্চলে আরো বেশি বেশি করে
হাসি ফুটুক এ সব হতভাগাদের মুখে, ঘরে ঘরে।


গাইড মনোরঞ্জন বাবুর কাছে পেলাম নূতন তথ্য
পচা মাংস কুমির খায়, বাঘ খায় শিকার করা সদ্য।


জানলাম, সুন্দরী গাছের পরিবেশ রক্ষায় মহাগুণ
ভূমিক্ষয় এড়াতে তার জুড়ি মেলা ভার....
যতটুকু মাটির উপরে যাকে, নীচে থাকে তার দ্বিগুণ !


কত পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে, ঘাটে ঘাটে
রোমাঞ্চিত হতে হয় হটাৎ শুনে...
না এলে এখানে ! জানার সৌভাগ্য কদাচিৎ ঘটে।


পরিছন্ন পরিবেশ রক্ষা করে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ
সরকারী কাজের প্রয়াস, প্রসংশার দাবি রাখে সর্বক্ষণ।


শক্ত হাতে সরকার বন্ধ করেছেন পরিণত গাছ কাটা
বাঁচবে বন, সম্ভব হবে সুস্থ ভাবে সবার বেঁচে থাকা।


সংক্ষেপে এই হলো আমার সুন্দরবন ভ্রমণ অভিজ্ঞতা
নতূন কিছুই নয়!...সবারই জানা আছে এসব কথা।


*******************************
সুব্রত ভৌমিক ০৪১২২০২২ স্টীমার সাগর দূত
****
বিধবা পল্লী...যেখানে বাঘের আক্রমণে মৃত ব্যক্তির অসহায় স্ত্রীকে স্থান দেওয়া হয়।
*******************************