# 'সূর্যমুখী' #  
   (কবিতা)


এখন আর নয় সে, সেই সুখী !!
কারন সে যাই হোক...
হতে চেয়ে সূর্য !! হয়েছে সূর্যমুখী।


সেই ছেলেবেলা থেকে--
মুঠো মুঠো স্বপ্নে ভরেছে হৃদয় !!
ভেবেছে...অজানাকে করে বশ
আনবে, তার জানার আঙিনায়।


সূর্যের মতোই সে তেজস্বী হবে
সব বাধা করবে সহজেই জয়,
তার তেজে ধরায় থাকবে বেঁচে !!
সব অনাদৃত-অবহেলিত হৃদয়।


করবে আবিষ্কার !! যুগান্তকারী--
করবে নূতন আনন্দের সঞ্চার...
হবে অমর !! হবে নূতন পথের দিশারী।


কারন সে যাই হোক.....
পারেনি ও সাফল্যে করতে অবগাহন
চেয়ে আছে অপলক, বিধাতার পানে
যদি পরজন্মে হয় তার এ স্বপ্ন পূরণ !!


মনেহয়, এ লেখা আমারই অবস্থান...
মিল খুঁজে পায় তার সাথে় অনেক !!
বেলা শেষে...আমার এ ব্যর্থ জীবন।
******************************
সুব্রত ভৌমিক ৩১১০২০২১ কোল-৭৫
******************************