# 'স্বামী বিবেকানন্দ স্মরণে-২০২৩' #
                     (কবিতা)


হে স্বামী বিবেকানন্দ .....
আজ বারোই জানুয়ারি, ইং কুড়ি-তেইশ সাল
আপনার জন্ম দিবসে সমগ্ৰ ভারত, উৎসবে উত্তাল।


আপনার গুণাগুণ নূতন করে বলার কিছু নেই
সবাই সব জানে...কিন্তু সেই আদর্শ মানে কই?


এই পূণ্য দিনে স্মরণ করি আপনার একমাত্র বন্ধুকে
যাঁর ছিল...অফুরন্ত ঐশ্বর্যের সাথে সাথে বিশাল হৃদয়
দিব্য চোখে দেখেছিলেন, আপনার মহান আত্মাকে
সমস্ত আর্থিক সাহায্য করে, হয়েছিলেন প্রধান সহায়।


আপনার আমেরিকা সফরে....
তিনি সাজিয়ে ছিলেন আপনাকে অপূর্ব রাজবেশে,
তিনিই সার্থক নামকরণ করেছিলেন, "বিবেকানন্দ",
আপনার শিকাগো শহরে ধূমকেতুর মত উথ্থান !!
এ সবের পেছনে তিনিই ছিলেন একমাত্র মেরুদণ্ড।


তিনি ছিলেন, খেতড়ীর রাজা অজিত সিং বাহাদুর,
আজীবন তাঁর -
আর্থিক সাহায্যে, স্বামীজীর 'মা'-র দুঃখ হয়েছে দূর।


তিনি এগিয়ে এসে....
ভারত তথা বিশ্বকে দিয়েছেন "স্থামীজি"-কে উপহার
ক'জন দেশবাসী মনে করেন রাজাকে বছরে একবার?


বাংলা....স্বামীজিকে নিয়ে আজ করে খুব মাতামাতি
কিন্তু জীবিত অবস্থায় তাঁকে সর্বত্র যন্ত্রনায় ফেলতে -
সমাজের অধিকাংশ এই হিন্দুরাই নেড়েছে কলকাঠি।


বাংলা আজ মহাদুর্দিনে হারিয়ে সব চারিত্রিক স্বচ্ছতা
হে মহান, প্রার্থনা করি...
ফিরে এসে উদ্ধার করুন, দিয়ে নবজাগরণের বার্তা।


*****************************
সুব্রত ভৌমিক  ১২-০১-২০২৩  কোলকাতা-৭৫
*****************************