.         # 'শ্মশান বৈরাগ্য' #
        (আধ্যাত্মিক কবিতা)


সময় ফুরোলে...
যেতই হবে...নেই বাঁচবার কোনই রাস্তা
যাবার আগে, তাই ভয়ে না হয়ে মূহ্যমান
উচিৎ আনন্দের সাথে কাটানো বর্তমান
কারণ দুর্লভ মানব জীবন...অমূল্য রতন।


অনন্তকাল, চিতার লাল লেলিহান শিখা
গ্রাস করে চলেছে শব, নিয়ে অনন্ত ক্ষুধা,
ধনী বা দরিদ্র বা নেতায়... ভেদাভেদ নেই
প্রেম-প্রীতি-চাওয়া-পাওয়া.....পুড়ে ছাই।


অস্পৃশ্য ! আত্মা-বিযুক্ত এ মানব-শরীর
জ্যান্ত দেহটাকে ঘিরে সবাই কত অধীর!
ঠাঁটবাট-জাতপাত-গর্বের...নেই সারবত্তা
শ্মশান-বৈরাগ্যই দেয় পরম জ্ঞানের বার্তা।


পরিনত বয়সে...
মৃত্যু ভয় জয় করে, আনন্দে চল সবে-
দিতে আত্মাহুতি তাঁর মৃত্যু-যজ্ঞশালায়,
সর্বদা ভয়ে, মূল্যবান সময় নষ্ট না করে
ভরে যাক্ প্রাণ...আনন্দে-ছন্দে-সেবায়।


*************************
সুব্রত ভৌমিক ২/৮--৫/৮/'২৩ কোল -৭৫
**************************