# 'স্বীকারোক্তি' #
     (কবিতা)
    
জীবনে....
একবারই করেছিলাম টাকা চুরি !!
তখন, কুচবিহার 'সাগর-দীঘি' পাড়ের
'বাংলা-স্কুল' এ...ক্লাস টু-তে পড়ি।


প্রতিদিন আমার বরাদ্দ, দু-এক আনা
টিফিনের জন্য,  টেনেটুনে হয়ে যায় !!
কিন্তু......
বন্ধুদের তো সবসময় বাদ দিতে হয় !!
পাঁচ-ছ জন প্রাণের বন্ধু, এক সাথে ঘুরি,
স্কুল গেটে কতকিছু খাবার ! শুধু দেখি....
পকেট ফাঁকা...না পেয়ে দুঃখে মন ভারি।


বাড়িতে--
টাকার কথা বল্লে, মাথায় পড়বে গাঁট্টা
মন দিল বদবুদ্ধি...'বাবু মাথাটা খাটা' !!


পাড়া বেড়াতে, "মা" যেত বিকেল বেলা,
"মা"-র ট্রাংক খুলে !! প্রতিদিন সন্তর্পনে
সরিয়ে রাখি কয়েক আনা...গোপনে !


টিফিনের ঘন্টা পড়তেই, একছুটে
সব চলে যাই কেক-ওলার কাছে
কালো লম্বা টিনের বাক্সে স্তরে স্তরে
ঢেউ খেলানো রঙ্গিন কাগজ-মোড়কে
লোভনীয়​ কেক, সাজানো থরে থরে !!


কখনো একটা, কখনো বা দুটো করে
মনের আনন্দে সবাই--
কেক খেলাম, দিন কতক ধরে।


বেশ ছিলাম কয়েক দিন...হয়ে 'হিরো' !!
এর মধ্যে হোল কি.....
ক্যাবলা "রতন"টা, একদিন হেসে হেসে
মাকে সব জানিয়ে দিল !! আমি 'জিরো'।


"মা" হিসেব করে বল্ল বিকেলে....
চুরি করেছি, মোট পাঁচটাকা তিন আনা
তা..র..প..র !!
বড়দার প্যাঁদানি, মনে আছে ষোলআনা।
******************************
সুব্রত ভৌমিক  ১৫-০৬-২০২১  কোল-৭৫
******************************