.          # 'স্মৃতি-মন্থন' #
                (কবিতা)


বহুদিন পর...কুচবিহার ফিরে
স্মৃতি-দুয়ারে দেখছি চক্ষুমুদে
অনিচ্ছায় ছেড়ে যাওয়া ভিটে
কেমন ছিল ? পাঁচ যুগ আগে।


মানস চোখে দেখি...
'আম-কদম' বিশাল গাছগুলো
চৌহদ্দির... পুব-পশ্চিম-উত্তরে-
উঁচু হয়ে আছে তেমনি দাঁড়িয়ে।
একতলা পাশের বাড়ি, দক্ষিণে
দেয় না ছায়া, কক্ষনো প্রাঙ্গণে।


রৌদ্রজ্জ্বল মাঝের উঠোন-কে
দেখলাম অনেক্ষণ প্রাণ ভরে।
আঙিনায়, উচুঁ তারে শুকোচ্ছে
কাপড়ের সারি হাওয়ায় দুলে।
কোনে, তুলসী তলায় বসে-বসে
জাবর কাটছে 'কালী' আরামসে।
তুলে জল, দূরের কূয়ো তলায়
'ভোলা' ভরছে জল, চৌবাচ্চায়।
এ ঘর ও ঘর করতে সবাই ব্যস্ত
আদরের 'টমি' ভুকছে অনবরত।
ডিসেম্বর...শীত পড়েছে ঘোর!
সন্ধ্যা হতেই দিচ্ছে সবাই দোর।
মনটা যাচ্ছে জুড়িয়ে স্নিগ্ধতায়
অপার শান্তির পরিবেশ পাড়ায়।


কিছুক্ষণ পর....
হঠাৎ জেগে, চোখ মেলে দেখি!
চলছে ফ্যান ধীরে...পড়েনি শীত
ঘর-বাড়ি-জন, যেন বদলে গেছে
চতুর্দিকে ফ্লাট বাড়ি... 'জি+থ্রি'।


***********************
সুব্রত ভৌমিক ০৩১২২০২৩ কুচবিহার
************************


জ্ঞাতার্থে....
'কালী'..... পোষা দুধেল গাই
'টমি'........পোষা কুকুর
'ভোলা'.... বহুদিনের ভৃত্য।
************************