#  'টাকা-পয়সা' #  
       (কবিতা)


অহংকারে... 'এক-টাকা'
একদিন 'পয়সা' কে বলে...
"তোরা তো এখন মূল্যহীন !!
বাজারে অচল....
তোদের যত্ন আর নেবে কে?"
পয়সা বলে..."ও এক টাকা--
এত কিসের তোর অহংকার ??
তোকে দাঁড় করেছে তো শত-পয়সা !!
এ হিসাব...মনে রাখিস বরাবর,
আমরা না থাকলে !!
অস্তিত্ব তোর থাকবে না আর" !!


হঠাৎ-ই মনে হোল আমার...তাইতো !!
এসব...নির্বাচনেও তো হয় !!
ভোটে জিতে, অনেক বেইমান নেতা
জনতাকেই বেমালুম ভুলে যায় !!


আর...শুধুই কি তাই ?
কত কিছুই তো ঘটে অহরহ সর্বত্র !!
কান পাতলেই শুনতে পাই।


রাস্তাঘাটে, হসপিটালে, প্রায় সব অফিসে  
সাধারণ কর্মচারীরা যান গড়াগড়ি  !!
কিন্তু... সব বসেরা থাকেন রসেবসে।


এখন, অসাধুরা থাকে সব সাধুর বেশে !!
এটাই র্বতমানে 'ট্রাডিশন'...চলছে-চলবে
অবহেলিত, ক্ষারিত...এই ভারতবর্ষে।
**************************************
সুব্রত ভৌমিক  ০৬০৬০২০২০, ১৬১১২০২১
কোল-৭৫ ****************************************