# 'টান' #.


বিশ্বব্রহ্মাণ্ডের...
গ্ৰহ-নক্ষত্রের নিখুঁত ঐক্যের বন্ধন
বেঁধেছে অনন্ত কাল, মহাজাগতিক 'টান',
আধুনিক  দূরবীক্ষণ যন্ত্রেও--
যার সীমানা এখনো অজানা, অধরা...
ও 'টান' বিস্তৃতি কত দূর ??
ভেবে ভেবে, বিজ্ঞান এখনোও দিশেহারা !!


এ-'টান'-এর  সামান্যতম ত্রুটি বিচ্যুতি
মুহূর্তে আনতে পারে প্রলয়...ধ্বংস !!
হতে পারে এলোমেলো, সুন্দর সৃষ্টি !!
হতে পারে মূহুর্তে ধরায় প্রাণ, নির্বংশ।


এ 'টান'-এর বাইরে
গ্ৰহ-তারার অস্তিত্ব  মহাকাশে অসম্ভব !!
সেই রকমই জগৎ সংসারে
ভালোবাসার 'টান' বিবর্জিত প্রাণীর
বেঁচে থাকার সম্ভাবনাও অবাস্তব !!

অন্তরে-অন্তর জোড়ে, ভালবাসার 'টানে'
প্রার্থনা করি গন্ডী পেরিয়ে--
এ 'টান' পূর্ণ বিস্তৃত হোক দেশ-দেশান্তরে
সব ধর্ম মিলেমিশে যাক্, এক মানব ধর্মে।


সুন্দর-শান্তিময় পৃথিবী ফিরে আসুক--
এ এখন সবারই অন্তরের আশা !!
সেটা সম্ভব করতে পারে সেই 'টান'
যা শুধুই, সুন্দর অকৃত্রিম ভালোবাসা।
********************************
সুব্রত ভৌমিক  ০৪০৫২০২০কোল-৭৫
********************************