.   ' তিরোধানে বিদ্যাসাগর প্রনাম-২০২৩'
                          (কবিতা)


দয়াকরে শুনুন আকুতি -
শ্রদ্ধেয় প্রয়াত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়,
বৃথাই, আপনি করেছিলেন কঠোর পরিশ্রম
ক্রমশ মজে যাওয়া বাঙালি-সমাজ-শিক্ষায়।


দেখুন হালে, শিক্ষা ব্যবস্থার কি বেহাল দশা !
যোগ্য শিক্ষক চাকরির ধর্নায় বছরভর সড়কে,
বহু অযোগ্যদের, শিক্ষকতাই আজ পেশা !!


ভাবাই যায়না ! আপনি বাঙালির পূর্ব-পুরুষ,
অবক্ষয়ের প্রায় শেষ সীমায় বর্তমান সমাজ,
অনৈতিক বলে বলীয়ান সমাজ-বিরোধী সব-
শিক্ষায় করছে আধিপত্য ! প্রায় সর্বত্র আজ।


চারিত্রিক দৃঢ়তায় বাঙালির বিপরীত মেরুতে
বলা যায়নি আপনাকে শুধু ব্রাহ্মণ বা বাঙালি,
জাতপাত-দলাদলির বহু উর্দ্ধে আপনার স্থান
দয়ারসাগর আপনি ছিলেন, প্রেমের কাঙালি।


আজ একশ তেত্রিশতম তম প্রয়াণ দিবসে
রইল আমার সহস্রাধিক প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি।


*************************************
সুব্রত ভৌমিক ১৩ই শ্রাবণ, ১৪৩০ বঙ্গাব্দ
কোলকাতা-৭৫,  ৩০-০৭-২০২৩ খ্রীষ্টাব্দ।
**************************************