# 'তুই' #
  (কবিতা)


আমি এখন বয়সে প্রবীণ
কিন্তু মনেতে...নবীন !!
স্কুল-কলেজের বন্ধু আছে
মেরে-কেটে হবে...আশি !!
মোবাইল-গ্রুপ এ 'চ্যাট' হয়
কালে-ভদ্রে দেখাও হয়
কিন্তু 'তুই' বলার মত বন্ধু আছে
বড়জোর...ডজন দেড়েক
তার থেকে, একদম নয় বেশি !!


ঢুকে গেলে আলাপে 'ফর্মালিটি' !!
'তুই- বন্ধুত্ত্ব' যায় দূরহাঁটি...
বুক খালি করে মনের কথা আর--
বলা যায় না !! করে পরিপাটি।

তখন, দেহ-মন করে আনচান !!
নড়বড়ে শরীর গুলিয়ে ওঠে...
বয়স দেয়,  তার অস্তিত্ব জানান।


তাই বলি বন্ধুগণ ...
হাতেগোনা এই কয়েক জন
'তুই'-ই থাকি চিরকাল,
ভুলেও যেন 'তুমি' না বলি !!
দুঃখ-সুখে জড়িয়ে চলি
হাসিমুখে সবাই বরণ করি...
জীবনের শেষ সকাল। ***********************************
সুব্রত ভৌমিক ০৫০৭২০২০  ১৩১২২০২১
কোল-75
**********************************