.         # 'উত্তমকুমার স্মরণে' #
                        (কবিতা)


বাঁচলে....
ঠিক্ তিন বছর পর আয়ু হোত তাঁর শতবর্ষ
তেতাল্লিশ বছর হয়েছে চলে গেছেন চিরতরে
কিন্তু জানি না কেন মনেহয়, আছেন জীবিত।


স্বাধীন বঙ্গ-নারী-মনে, ফিরে এসেছিল প্রেম
স্বাধীনতা সংগ্রামের বিধ্বস্ত মরুপথ পেরিয়ে,
মূলে ছিল তাঁর দক্ষ অভিনয় ও অক্লান্ত শ্রম।


দীর্ঘ সময়, বিফলতা থেকে নিয়েছেন শিক্ষা
লাগাতার তুচ্ছ-তাচ্ছিল্যেও হননি হতদ্যোম,
বলছি... মহানায়ক 'উত্তমকুমার'-এর কথা।


পরপর প্রজন্ম তাঁর রোমান্টিকতায় আছন্ন,
মা-মেয়ে-নাতনী...সবার-ই তিনি প্রেমাস্পদ
তাঁর বিখ্যাত হাসিতে, কেউ থাকে না বিষন্ন।


নাম ছিল তাঁর অরুণ কুমার চ্যাটার্জী, পিতৃদত্ত
অভিনয় জীবনে সে নাম পেয়েছিল সার্থকতা
প্রখর সূর্যের মত একছত্র ছিল প্রতাপ, সর্বত্র।


প্রায় সবার...
মনের মণিকোঠায় ঠাঁই পেয়ে, পেয়েছেন অমরত্ব
ভবিষ্যতে, উত্তমকুমার বোধ হয় আর জন্মাবে না
চুয়াল্লিশতম প্রয়াণ দিবসে রইল আমার...শ্রদ্ধার্ঘ।


****************************
সুব্রত ভৌমিক  ২৪০৭২০২৩  কোল-৭000৭৫
****************************