# 'ভিটে মাটির টানে' #
    ( ভ্রমণের কবিতা)


দিনটা কেটে গেল সুন্দর, গানে গানে
বের হয়েছি ভ্রমণে...
বোন ও বৌকে  নিয়ে উজ্জ্বল দিনে
উত্তরবঙ্গের জঙ্গল সফরে মটরযানে
কুড়ি-বাইশের সালের স্নিগ্ধ ফাল্গুনে।


আমরা তিনজন 'সিনিয়র'...
এ পথে গেছি সবাই !! বহু বহু বার
পুরোনো হয়নি কিন্তু কোন দিন !!
স্মৃতিতে জীবন্ত হল হারানো দিন ।


অতিমারি...ফিরছে বিশ্বে বারবার
দুয়ার করেছে বন্ধ, ভূটান সরকার।
ঢোকা হলনা, সুন্দর সে সবুজ দেশে
বিমর্ষ হতে হল খুব !! আমাদের শেষে।  
যদিও অতিমারি সেভাবে নয় প্রকট
তবুও খোলেনি বহু হোটেল ও রিসর্ট।


উচ্চশিক্ষার কারনে বাধ্য হয়ে -
ছেড়েছি জন্মস্থান কয়েক যুগ আগে,
যদি থাকত আয়ের সুযোগ সবার এখানে !!
তবে, ফিরতাম ভিটায় সুখে সপরিবারে।
আসতে হতনা বারবার !! 'ভিটে মাটির টানে'।
*************************************
সুব্রত ভৌমিক  ১৩-০২-২০২২  কুচবিহার
(১১/৩/২০২২ তারিখ ছিল বেড়ানর দিন)
*************************************