এ ভাবে কিছু শব্দ থাকুক
নীরবতার আচ্ছাদনে,
এ ভাবে কিছু স্মৃতি জ্বলুক
এই হৃদয়ের অন্তরালে।


যে দিনগুলো হারিয়ে গেল
ফিরুক শুধু ধূসর হয়ে,
আর একটি বার আকাশ ঢাকুক
গোধূলি মেঘের রঙ্গিন জালে।


শেষের ক্ষণে আজও কেন
অভিমান জমিয়ে রাখো,
ফেলে দাও ওই কথার ফাঁকে
রেখে যাও তা ইতিহাসে।


মিশব মোরা ওই নীলিমায়ে
থাকব না আর বাঁধন জালে,
এ আঁধার কাটবে জানি
যদি আজ চলতে থাকি।।